মঙ্গলবার বাসিন্দাদের করোনা মহামারি থেকে রক্ষার লক্ষ্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ ব্যবস্থা করেন।
তিনি বলেন, মেহেরপুর শহরের প্রবেশদ্বার ‘গেটলক’ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কার্যকর করা হবে।
এছাড়া মেহেরপুর শহরে বিনা প্রয়োজনে রিকশা, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানসহ যারাই ঘরের বাইরে আসবে প্রশ্নের সম্মুখীন হতে হবে।
গেটলকের আওতায় মেহেরপুর পৌর এলাকার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিস, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পুলিশ লাইন, মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়, মেহেরপুর গোভিপুর সড়কের ভৈরব নদীর পাড়, যাদবপুর সড়কের যাদবপুর ব্রিজ, মেহেরপুর-মুজিবনগর সড়কের পন্ডের ঘাট ও মেহেরপুর মহাজনপুর সড়কের জেলখানার পাশে রাস্তা দিয়ে মেহেরপুর শহরে প্রবেশ নিষেধ করা হয়েছে।
শুধু এ্যাম্বুলেন্স, হাসপাতাল এবং ওষুধ ক্রয়ের ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে মেহেরপুর শহরে প্রবেশ এবং বাইরে যেতে পারবে।